মাদ্রাসাতুল হারামাইন ও মসজিদে নামিরাহতে স্বাগতম

আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা এই দ্বীন, কুরআন ও ইলমকে মানুষের হিদায়াত ও সফলতার একমাত্র মাধ্যম হিসেবে নাযিল করেছেন। এবং এগুলোকে কিয়ামাত পর্যন্ত সংরক্ষণ করার ওয়াদা করেছেন। সংরক্ষণ করবেন আহলে দ্বীন ও আহলে ইলমের মাধ্যমে, অর্থাৎ তাঁদের পঠনপাঠন, গবেষণা, লেখালেখি ইত্যাদি বড়বড় খিদমতের মাধ্যমে। এ খিদমতগুলোর জন্য তাঁদের চারপাশে যে নিয়মতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে- মোটাদাগে সেগুলোই হলো মাদরাসা।

উম্মতের ইতিহাসে যার সূচনা সেই إِقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ দিয়ে। তারপর দারুল আরকাম, মুস'আব বিন উমাইর রা. এর দরসগাহ ও সুফ্ফার জীর্ণ কুঠিরে স্বর্গীয় রাজত্বের গল্প দিয়ে। যে গল্পের ধাপ ভেঙ্গে ভেঙ্গে যুগ-পরম্পরায় বিশ্বের আনাচে-কানাচে প্রতিষ্ঠা লাভ করেছিলো এবং আজও লাভ করছে জগদ্বিখ্যাত দ্বীনের বহু মারকায। সোনালী সেই পরম্পরার অন্তর্গত থেকে ইলমচর্চা ও প্রচারে জীবন বিলিয়ে দেওয়া ইলমপিপাসুদের পরম আকাঙ্ক্ষা। এবং ইলমপ্রিয় সাধারণ দ্বীনদারদেরও এসব ধারায় সহযোগিতা করা ও কমপক্ষে ভালোবাসা প্রদর্শন করা পরম স্বপ্ন। আল্লাহ তা'আলা আমাদেরকে সেই সৌভাগ্য ও সোনালী ধারায় শামিল করে নিন।