প্রেক্ষাপট
মাদরাসাতুল হারামাইন এর প্রেক্ষাপট নিয়ে মুল কথা এটাই, আল্লাহ চেয়েছেন তাই হচ্ছে।
আর ব্রাঝ্য দৃষ্টির প্রেক্ষাপট এভাবে বলা যেতে পারে যে, আরেফ বিল্লাহ্ হয়রত মাওলানা শাহ্ মুহাম্মদ আব্দুস সাত্তার রহিমাহুল্লাহ্ এর অত্যন্ত স্নেহভাজন ও বিশিষ্ট খলিফা আলহাজ্ব জসীমউদ্দিন আহমাদ ও মুফতী মঞ্জুরুল হক কাসেমী হাফিজাহুল্লাহ যারা নিরবে কাজ করে যাওয়া ঈর্ষণীয় ও অনুসরণীয় অন্যতম ব্যাক্তিত্ব,তাদেরকে ঘীরে একটি বড়স্বর কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক,এই চাওয়া টা ছিলো দীর্ঘদিনের। হয়তো এই চাওয়া-টাই পূর্ণ করার জন্য আল্লাহপাক একটি উদ্দীপক বাহানা তৈরি করে দিলেন। যার সংক্ষিপ্ত বিবরণ এমন-
২০১৮ সালে হজ্জের সফরে হারামাইন শারীফাইনে অবস্থান করা কালীন সময়ে আলহাজ্ব জসীমউদ্দিন আহমাদ ও মুফতী মঞ্জুরুল হক কাসেমী উভয়ের মাথায় ফিকির আসে যে ইহকালীন শান্তি ও পরকালীন চিরস্থায়ী মুক্তির জন্য মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনের খেদমত করা প্রয়োজন।
এই চিন্তা চেতনা থেকেই আল্লাহ তায়ালার উপর আস্থা বিশ্বাস ভরসা ও কবুলিয়্যাতের আশা নিয়ে মাদরাসা মাসজিদ প্রতিষ্ঠার মতো কঠিন ও স্পর্শকাতর,পাশাপাশি অত্যন্ত মর্যাদপূর্ণ ২০২০ সালের মহামারী করোনা কালীন সময়ে রমজানুল মুবারকে বড় প্রয়োজনীয় একটি কাজের সূচনা। আল্লাহ কবুল করুন।
কবুলিয়্যাত ছাড়া পৃথিবীর কোনো প্রেক্ষাপট,কোন কারগুজারির সামান্য মুল্যও নেই।