মাদ্রাসাতুল হারামাইন ও মসজিদে নামিরাহ্

সভাপতি ও প্রতিষ্ঠাতা

সভাপতি ও প্রতিষ্ঠাতা
আলহাজ্ব জসীমউদ্দিন আহমাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, ঢাকা।

পরিচালক ও প্রতিষ্ঠাতা
মুফতী মঞ্জুরুল হক খান কাসিমী
জন্ম ও শিক্ষাজীবন
তিনি ১৯৮৭ সালে টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা রসুলপুর হামকুড়া গ্রামে একটি সম্ভান্ত্র পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশোনার হাতেখড়ি হয় স্থানীয় সাভাহী মক্তবে।এর পাশাপাশি ১০নং রসুলপুর লালমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী সম্পন্ন করেন। ১৯৯৮ সালের শেষের দিকে মোমেনশাহী সানকীপাড়া সেনবাড়ী সাদীয়া দারুল উলূম দ্বীনে হানিফ মাদরাসা থেকে হিফজ্ সম্পন্ন করে তাইসীর পর্যন্ত পড়ালেখা করেন। উক্ত মাদরাসার উস্তাদগনের নাম,
১/মাওলানা আমিনুল ইসলাম রহিমগঞ্জী হুজুর।
২/ মাওলানা ইসহাক।
৩/ক্বারী আসাদুজ্জামান।
৪/ হাফেজ মাওলানা আলতাব হুসাইন।
৫/ হাফেজ মাওলানা মুফতী আব্দুস সাকুর
প্রমুখ উস্তাদগন
অতঃপর টাঙ্গাইলের উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ইসমাঈল সাহেব এর পরামর্শে টাঙ্গাইল জেলা শহরে জামিয়া মাহমুদিয়া বাজিত পুর মাদরাসায় মিজান জামাত পড়েন। ওখানকার বিশেষ উস্তাদগনের নাম,
মুফতী নূরুল ইসলাম কাসেমী রহঃ,মুফতী শামসুল হক কাসেমী, মুফতী ইব্রাহিম হাসান সাহেব প্রমুখ উস্তাদগন।
অতঃপর মাওলানা আমিনুল ইসলাম রহিমগঞ্জী হুজুরের পরামর্শে মোমেনশাহী জেলায় আকুয়া মোড়লবাড়ী মাদরাসায় নাহ্-বেমীর জামাত পড়েন। ওখানকার বিশেষ উস্তাদগনের নাম,
মাওলানা ওমর ফারুক সাহেব মুফতী আব্দুল্লাহ আল মামুন সাহেব, মুফতী সোহাইল কাসেমী সাহেব, মুফতী ইকবাল মাহমুদ সাহেব, মাওলানা মতিউর রহমান সাহেব প্রমুখ উস্তাদগন।
তারপর মাওলানা ইসহাক সাহেবের পরামর্শে নেত্রকোনা জেলার আটপাড়া থানাদীন ঐতিহ্যবাহী সুতারপুর মাদরাসা থেকে জামাতে হিদায়াতুন্নাহু পড়েন। ওখানকার বিশেষ উস্তাদগনের নাম, পীরে কামেল মিসবাহুজ্জামান সুতারপুরী দাদা হুজুর রহঃ,বড় সাহেবজাদা হুজুর, ছোট সাহেবজাদা হুজুর,মুফতী রিয়াছত আলী প্রমুখ উস্তাদগন।
পুনোরায় হুফ্ফাজুল উস্তাদ হাফেজ ইসলাঈল সাহেবের পরামর্শ ক্রমে, মুফতী আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ্ এর পরিচয়ে ২০০৪ সালে ঢাকাস্থ মতিঝিল জামি’আ দারুল উলূম ওয়াপদা মাদরাসায় কাফিয়া জামাতে ভর্তি হয়ে মাওলানা নজরুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে থেকে ২০০৯/১০ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। জামিয়া দারুল উলূম মতিঝিলের বিশেষ উস্তাদগনের মধ্যে ছিলেন, শাইখুল হাদিস আল্লামা রফীক আহমদ দাঃ বাঃ, শাইখে ছানী আল্লামা আহমদ আলী হাফিজাহুল্লাহ্, মুফতী ইব্রাহিম হাসান সাহেব হাফিজাহুল্লাহ্, সৈয়্যাদ মুফতী শিব্বীর আহমদ হাফিজাহুল্লাহ্, মুফতী ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ্, মাওলানা হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ্, মুফতী ইবাদুর রহমান হাফিজাহুল্লাহ্, মুফতী আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ্, মাওলানা সোলাইমান সাহেব হাফিজাহুল্লাহ্, পীরে কামেল শেখ ফরিদ উদ্দীন হাফিজাহুল্লাহ্, মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ্, মাওলানা জাহিদুল আমিন হাফিজাহুল্লাহ্, মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ্, মুফতী মাহদী হাসান হাফিজাহুল্লাহ্, মাওলানা আহমাদুল্লাহ্ রহিমাহুল্লাহ্, হাফেজ ক্বারী মাওলানা আবুল হাশেম রহিমাহুল্লাহ (ইমাম সাহেব হুজুর) প্রমুখ ছাত্র গড়ার কারীগর গন। তিনি এ সকল শায়েখ ও উস্তাদের নজরও নিভীর তত্ত্বাবধান লাভ করেন। আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
এরপর, ২০১০ সালে সকল উস্তাদগনের নেক দোয়ায় ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসায় গমন করেন।
সেখানে ২০১০/১১ সালে পুনোরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এখানে তার খাস উস্তাদদের মধ্যে রয়েছে,মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নো’মানী হাফিজাহুল্লাহ্, সদরুল মুদার্রেসীন মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহঃ, শাইখে ছানী আল্লামা আব্দুল হক্ আ’জমী রহঃ, সহেবে আশরাফুল হেদায়া মুফতী জামিল আহমদ রহঃ, বাহরুল উলূম নিয়ামতুল্লাহ আ’জমী রহঃ, আল্লামা রিয়াছত আলী বিজনূরী রহঃ,আল্লামা ক্বমর উদ্দীন, আল্লামা আমিরুল হিন্দ সায়্যাদ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ্, সায়্যাদ উসমান মানসুরপুরী, মুফতী আমিন আহমদ পালনপুরী, মুফতি মুজিবুল্লাহ্ সাহেব,মুফতী ইউসুফ তা’বীল সাহেব, আল্লামা আব্দুল খালেক মাদ্রাজি, হাফিজাহুমুল্লাহ্। প্রমুখ মাশায়েখ গন।
পরবর্তীতে জুনুবে হিন্দ তামীল নাড়ু প্রদেশে ছাইলাম জেলায় মাজাহিরুল উলূম মাদরাসা (আরবী কলেজ থেকে) তাখাস্সুস ফীল ইফতা (ইসলামী আইন শাস্ত্র) মুফতী ক্লাস সম্পন্ন করেন। এখানে তার খাস উস্তাদদের মধ্যে রয়েছেন,শাইখুল হাদিস জাকারিয়্যা সাহেব কুদ্দিসাসির্রহু এর শাগরেদ এবং মুফতী আজম মাহমুদুল হাসান গাংগুহী রহঃ এর বিশিষ্ট খলিফা আল্লামা শফীক খাঁন সাহেব রহঃ, মুফতী আবুল কালাম শফীকুল কাসেমী ছুম্মাল মাজাহেরী, খেদায়ে মিল্লত রহঃ এর খলিফা আল্লামা মুজ্জাম্মীল সাহেব, মুফতী আকতার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ্, প্রমুখ মাশায়েখ গন।
আধ্যাত্নিকজীবন
মতিঝিল মাদরাসায় ছাত্র অবস্থায়ই পীরে কামেল হয়রত মাওলানা শাহ্ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব রহঃ এর নিকট বাই’য়াত গ্রহণ করেন, এবং পড়াশোনা শেষে সামনা সামনি বসিয়ে লিখিত ইজাজত প্রদান করেন, এবং বর্তমানে শাইখুল হাদিস আল্লামা রফীক আহমদ সাহেব দাঃ বাঃ এর সোহবতে আছেন।
কর্মজীবন
তার কর্মজীবন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি মাদরাসা দিয়ে শুরু হয়,এর পর তিনি কালিহাতির নওপাড়া মাদরাসা, ইছাপুর মাদরাসা, জান্নাতুল ফেরদৌস মাদরাসা,তার পর ২০১৯ থেকে অদ্যাবদি জামি’আ দারুল উলূম মতিঝিল মাদরাসার একজন মুদার্রীস হিসেবে দরস্ প্রদান করছেন। দরসের পাশাপাশি তিনি একজন সফল ইমাম ও খতিব। দরদী দা’য়ী ও মুসলিহ। মোহতামিম ও বিভিন্ন প্রতিষ্ঠানের মুরুব্বি।
আল্লাহ তায়ালা তার খেদমত গুলোকে ক্ববুল ও ব্যপক করুন, এবং তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমিন।