মাদ্রাসাতুল হারামাইন ও মসজিদে নামিরাহ্

শিক্ষা কার্যক্রম

মাদরাসাতুল হারামাইন এর শিক্ষা ব্যবস্থা ও তালীমী নেযাম ঐতিহাসিক বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দেরই আনুকরণে। মৌলিকভাবে ছয়টি শাস্ত্রে বুৎপত্তি অর্জনই হল এই প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য। সেগুলো হল, কুরআন, হাদীস, ফিকহ ও এই তিনটির উসূল (মূলনীতিমালা)- উসূলে কুরআন, উসূলে ফিকহ ও উসূলে হাদীস। এ ছয়টির সহায়ক হিসেবে পাঠ্যক্রমে অবশ্য অন্তর্ভুক্তি থাকবে- আরবী আদব (ভাষা সাহিত্য), নাহব্‌-ছরফ (গ্রামার), বালাগাত (অলংকার),
১. ইমাম মালেক বিন আনাস রহ. বলেন, “মুসলিম উম্মাহর শেষাংশের মুক্তি ও সাফল্য সে পথেই নিহিত রয়েছে, যে পথে মুক্তি ও সাফল্য অর্জন করেছিলো তার প্রথমাংশ”।
মানতিক (যুক্তিশাস্ত্র), ফালসাফা (দর্শনশাস্ত্র), গণিত, উর্দু, ফার্সি, ইংরেজী, বাংলা ইত্যাদি গুরুত্বপূর্ণ শাস্ত্রেরও।

পাশাপাশি তালিবুল ইলমদেরকে চতুর্মুখী যোগ্য নায়েবে রাসূল হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমাদের এখানে থাকছে নানান সৃজনশীলতার চর্চা ও আয়োজন।

উদাহরণ স্বরুপ- বক্তৃতা চর্চা, হিফযুল কুরআন ও হাদীস প্রতিযোগিতা, বলতে লিখতে ও চলতে ফিরতে সর্বক্ষেত্রে সাহিত্য ও ইলমী আভিজাত্যের চর্চা ইত্যাদি। এবং রমাযানে দুর্বলদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক বিভিন্ন কোর্স।

শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমাদের রয়েছে মু’আয়ানা কমিটি। এবং ভবিষ্যতের মজবুত পরিকল্পনায় রয়েছে, একটি বিশ্বমানের সমৃদ্ধ পাঠাগার ও কম্পিউটার ল্যাব।